বড় ভাইয়ের চিকিৎসার খরচ জোগাতে গণমাধ্যম অফিসের দ্বারে দ্বারে ঘুরছেন ছোট বোন শামসুন নাহার রুমা। ছোটবেলায় যে ভাইয়ের হাত ধরে বড় হয়েছেন তিনি সেই ভাই গত ৪ বছর ধরে কিডনি সমস্যায় পড়ে আছেন বিছানায়। যে ভাইটি প্রতিনিয়ত স্কুলে ও টিউশনিতে পৌঁছে দিয়েছেন বোনকে এবং কী চলার পথে বোনকে বখাটেদের হাত থেকে বীরের বেশে রক্ষা করছেন সেই বীর এখন যুদ্ধ করছে নিজের সঙ্গে।<br /><br />ভাইয়ের এমন অবস্থায় থমকে গেছে তাদের পুরো পরিবার। পরিবারের উপার্জনসক্ষম মানুষটি অসুস্থ হয়ে পড়ায় গত ৪ বছর ধরে তাদের মাঝে নেই কোনো ঈদ ও উৎসবের আনন্দ।<br /><br />ভাই অসুস্থ হয়ে পড়ায় কোনো মতে তাদের সংসার চললেও বাড়ি ভাড়া বকেয়া পড়েছে দীর্ঘদিনের। এমন অবস্থায় বাড়িওয়ালাও চাপ সৃষ্টি করছেন বাড়ি ছাড়ার। সব মিলে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারটি। অবশেষে কোনো কূল-কিনারা না পেয়ে ভাইকে সুস্থ করে তুলতে নিজে মাঠে নেমেছেন মুক্তিযোদ্ধার এই সন্তান...